ধূমকেতু প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে গত দু’দিন আগে। দুদিন বিরতির পর আজ রোববার (৭ জানুয়ারী) ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
এক নজরে রাজশাহীর ৬টি আসন :
রাজশাহী-১
তানোর গোদাগাড়ী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ২১৯ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩, নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৫৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। এ আসনে ৭ জানুয়ারি ১৫৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ আসনে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও আয়েশা আকতার জাহান, শারমিন আক্তার নিপা মাহিয়া, বিএনএফ আল আসাদ, বিএনএম শামসুজ্জোহা, জাতীয় পার্টি শামসুদ্দিন, বাংলাদেশ মুক্তিজোট বশির আহমেদ, তৃনমুল বিএনপি জামাল খান দুদু, ন্যাশনাল পিপলস পার্টির নূরুন্নেসা।
রাজশাহী-২
সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩, পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৪১৮, নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ আর তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
ভোটের মাঠে লড়াই করছেন ৭ জন প্রার্থী। ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা, জাসদ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, মুক্তিজোটের ইয়াসির বিন আলিফ, বাংলাদেশ কংগ্রেস মারুফ শাহরিয়ার এবং বিএনএম পার্থী কামরুল হাসান।
আগামী ৭ জানুয়ারি এ আসনে ১১২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহী-৩
পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার ৪ লাখ ৬৬১ ,পুরুষ ভোটার ২ লাখ ১৮০, নারী ভোটার ২ লাখ ৪৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে ১২৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটার মাঠে লড়াই করছেন ৬ জন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বিএনএম এর প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির সালাম খান, বাংলাদেশ মুক্তিজোটের এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির সইবুর রহমান, বিএনএফ এর প্রার্থী বজলুর রহমান।
রাজশাহী-৪
বাগমারা উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬ হাজার ৩৬৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮৪৮, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে ১২২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটার মাঠে লড়াই করছেন ৬ জন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের পার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ও বাবুল হোসেন, জাতীয় পার্টির আবু তালেব, এন পিপি প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না এবং বি এন এম এর প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।
রাজশাহী-৫
দুর্গাপুর এবং পুঠিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ২০৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজর ১৪৫। নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনে ১৩২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটের মাঠে লড়াই করছেন ৬ জন পার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের পার্থী আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান, জাতিয় পার্টির আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন, গণফন্টের প্রার্থী মখলেসুর রহমান এবং বি এন এম প্রার্থী শরিফুল ইসলাম।
রাজশাহী-৬
চার ঘাট এবং বাঘা উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজর ৬২০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫৭০, নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। এ আসনে ১১৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটের মাঠে লড়াই করছেন ৬ জন পার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের পার্থী শাহরিয়ার আলম, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান, এনপিপি প্রার্থী মহসিন আলী, জাসদের পার্থী জুলফিকার মান্নান, বি এন এম এর প্রার্থী আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/