ধূমকেতু প্রতিবেদক : নাটোরে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার সকাল ৭ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন চরমথুরা এলাকার শাহাজাহান মিজির ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩), বি-বাড়িয়া জেলার সরাইল থানাধীন পানিরশ্বর নতুন হাটি এলাকার ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭) ও রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কানাইপাড়া এলাকার মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন সুলতানপুর গ্রামস্থ জনৈক নজির হাজী (৬৫), পিতা- মৃত সুলতান হাজী এর আরবিসি ইট ভাটার পূর্ব দিকে নাটোর হইতে রাজশাহী গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। চেকপোষ্ট চলাকালে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায় কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড, ০১ টি পিকআপ ও ০১ সেট যানবাহন নথি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীগণ মাদকদ্রব্য গাঁজাগুলি কিশোরগঞ্জ জেলার ভৈরব হইতে পিকআপ যোগে রাজশাহীর দিকে নিয়ে আসছিল। পথিমধ্যে র্যাবের চেকপোষ্টে গাঁজাসহ পিকআপটি আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।