ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে দিন দিন বাড়ছে ভুট্টার চাষাবাদ। কম খরচে বেশি লাভ হওয়ায় উপজেলার কৃষকেরা ঝুঁকছে ভুট্টা চাষে।
রোববার (১৪ জানুয়ারী) উপজেলার কয়েকটি এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেয়ে ভুট্টা চাষে যেন বিপ্লব ঘটিয়েছে এলাকার কৃষকেরা।
উপজেলার শ্রীদাসগাতী গ্রামের কৃষক মোস্তফা, মোহাম্মদ আলী, ব্রম্যগাছা গ্রামের হাফেজ নুরুল ইসলাম সহ বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এবার তারা উন্নত জাতের ভুট্টা চাষ করছেন। এই মূহর্তে ভুট্টা গাছের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
এদিকে উপজেলার হাটকান্দা গ্রামের আরেক কৃষক জানান, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে খরচ হয় প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। প্রতি বিঘায় ৩৮ থেকে ৪২ মন ভুট্টা উৎপন্ন হয়ে থাকে। বাজার ভালো থাকলে প্রতিমন ভুট্টা বিক্রি করা যায়, ১৩০০ থেকে ১৪০০ টাকায়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর ভুট্টা চাষে বাম্পার ফলন ও আশার আলো দেখছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/