ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের রেভুলেশনারি গার্ড কর্পোরেশনের (আইআরজিসি) আল-কুদস শাখার কমান্ডার শীর্ষ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রাসুল ওস্তোভার মাহমুদাবাদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি সিরিয়া ও ইরাকে আইএস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেন। বাগদাদে মার্কিন জোটের হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কাশেম সোলেইমানির ঘনিষ্ঠ সহচর ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রাসুল ওস্তোভার মাহমুদাবাদি। খবর তাসনিম নিউজ ও আরব নিউজের।
বাগদাদে একটি অভিযানে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। রোববার সকালে তিনি চিকিৎসাধীন মারা যান।