ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে একবছর ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কিশোর কুমার (৪০)। তিনি নওগাঁ সদর উপজেলার ডালপট্টি এলাকার বাসিন্দা। ভগ্নিপতির বাড়ি মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামে বেড়াতে এসেছিলেন তিনি।
রোববার (৩ মার্চ) দুপুরে নদীর পাড়ের একটি আমবাগানে বসে গাঁজা সেবনের সময় তাকে আটক করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রোববার দুপুরে এলেঙ্গা স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি আমবাগান থেকে গাঁজা সেবনের সময় কিশোর কুমারকে হাতেনাতে আটক করা হয়।
এসি ল্যাণ্ড আরও বলেন, এসময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একবছরের বিনাশ্রম ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/