ধূমকেতু নিউজ ডেস্ক : খেলাফত মজলিস জোর করে কোনোকিছু কায়েম করতে চায় না বলে মন্তব্য করেছেন সংগঠনের মহাসচিব আহমদ আব্দুল কাদের।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খেলাফত মজলিসের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘ভাস্কর্য-মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেশের সমস্ত আলেমরা একমত হয়েছে যে, ইসলামে কোনো মূর্তি-ভাস্কর্য নেই, থাকতে পারে না। মূর্তি ও ভাস্কর্যের শাব্দিক পার্থক্য থাকলেও মৌলিকভাবে সবই এক। এজন্য আলেমরা কখনই মূর্তি গ্রহণ করবে না। গায়ের জোরে করা যেতে পারে কিন্তু আলেমরা কখনো এটা ভালো বলবে না।’
আহমদ আব্দুল কাদের বলেন, ‘আমরা জোর করে কোনো মূর্তি ভাঙতেও চাই না, ভাঙার কথাও বলি না। আমরা ইসলামের কথা বলবো। খেলাফত মজলিস জোর করে কোনোকিছু কায়েম করতে চায় না।’
তিনি বলেন, ‘গত ৩১ বছরে আমরা জাতীয়-আন্তর্জাতিক সমস্ত ইস্যুতে আন্দোলন করেছি। বিশেষ করে মুসলমান ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আন্দোলন করেছি, কথা বলেছি। যেকোনো বৃহত্তর আন্দোলনে ন্যায়ের পক্ষে আমরা আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। বিশেষ করে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি।’
খেলাফত মজলিসের এই নেতা আরও বলেন, ‘আমাদের যে অর্জন তা হচ্ছে অন্যায়, নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর মাধ্যমে আগামী দিনে ইসলামী বিপ্লবের যে স্বপ্ন দেখি, সে সমাজ বাস্তবায়নের জন্য যে জনশক্তি প্রয়োজন তা গড়ে তোলার চেষ্টা করছি।’
jagonews24
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মোস্তাফিজুর রহমান ফয়সাল, ছাত্র মজলিসের সভাপতি মনছুর আলমসহ শ্রমিক মজলিসের নেতারা বক্তব্য দেন।