ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, নাচোল উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক যুগান্তকারী এ সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব উল্লেখ করে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন।
এছাড়াও কণ্যানগর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকার ভোগীদের সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করেন এবং ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews