ধূমকেতু প্রতিবেদক, মান্দা : প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নওগাঁ মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন।
তিনি বলেন, গত মঙ্গলবার ২১ মে ২০২৪ ইং তারিখে অনলাইন পোর্টাল দিনকাল বিডি ডটকম এ ‘মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা কাল্পনিক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
আকরাম বলেন, সংবাদে যে ছাত্রীকে নিয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে, সম্পর্কে সে আমার ভাতিজি। সে কখনই স্কাউটসের সদস্য ছিল না। এ কারণে স্কাউটসে অংশ নেয়ার জন্য তাকে নিয়ে জয়পুরহাট যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাকে নিয়ে সংবাদে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে আমারসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়া আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের যেসব কথা বলা হয়েছে তাও সঠিক নয়। আজীবন দাতা সদস্য হিসেবে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল প্রতিষ্ঠানটিতে বারবার সভাপতি নির্বাচিত হয়ে আসছেন।
তিনি বলেন, এখানে উল্লেখ্য যে ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতার কারণে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউটস, গার্লস গাইড, খেলাধূলাসহ বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নিয়ে প্রতিবছর স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে আসছে। নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রতিবছর ভারত সরকার কর্তৃক ‘মাহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, মাদার তেরেসা, ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি কর্তৃক এওয়ার্ড গ্রহণের জন্য আমাকে বারবার ভারত সফর করতে হয়েছে।
তিনি আরও বলেন, এসব সফলতায় ঈর্ষান্বিত হয়ে এলাকার কতিপয় ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করতে দীর্ঘদিন ধরে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই চক্রটি আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে ভিত্তিহীন তথ্য দিয়ে এ ধরণের মানহানিকর সংবাদ প্রকাশ করতে সহায়তা করেছে। আমি প্রকাশিত সংবাদের নিন্দাসহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew