ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টের কনফারেন্সে রুমে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ তুলে ধরেন। ফলাফর কারসাজিতে আনসারের এক কর্মকর্তা সহ বাঘার বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তারা জড়িত বলে দাবি করা হয়।
তিনি জানান, নির্বাচনে অনিয়ম ও দুর্নতির চিত্র তুলে ধরে ফলাফল পুন:গণনার জন্য নির্বাচন কমিশনের সচিব বরাবর আদেন করেছেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফল অনুসারে আনারস প্রতীকের প্রার্থী রোকোনুজ্জামান রিন্টু ১০৬ ভোটে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী লায়েব উদ্দিনের কাছে পরাজিত হন। আনার প্রতীকের প্রর্থী পান ৩২ হাজার ২৯৯ এবং বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পান ৩২ হাজার ৪০৫ ভোট। রোকনুজ্জামান রিন্টু ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে রোকনুজ্জামান দাবি করেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; এই তিন পদে একত্রে নির্বাচন হলেও তিন পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ও হার এক এক নয়। অথচ এই সংখ্যাটি তিনিটি পদেই একই হবার কথা। ভোট গণনার সময় বেশ কিছু কেন্দ্র থেকে আনারস প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। এছাড়াও অধিকাংশ কেন্দ্রের ফলাফল শিটে তার পোলিং এজেন্টদের স্বাক্ষর নেয়া হয়নি। এমনকি তাদেরকে ফলাফল শিটও দেয়া হয়নি।
তিনি আরও দাবি করেন, নির্বাচনের দায়িত্বে থাকা বাঘা উপজেলার ৫ জন কর্মকর্তার নেতৃত্বে এই ভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত ভাবে গণনায় অনিয়ম করা হয়েছে। এই কর্মকর্তারা হলেন, বাঘার কৃষি কর্মকর্তা সুলতান শফিউল্লাহ জনি, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন দাশ, বিআরডিবি কর্মকর্তা ইমরান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. ফ. ম হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যকাডেমিক সুপারভাইজার মাহমুদুল হাসান খান। সংবাদ সম্মেলনে নির্বাচক কমিশনের সচিব বরাবর প্রদত্ত লিখিত অভিযোগ উপস্থাপন করেন রোকনুজ্জামান রিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew