ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে অসুস্থ ছাগল জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে এক কশাইয়ের কাছ থেকে মোবাইল কোট এর মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল।
শুক্রবার (২১ জুন) দুপুর ২ টায় পৌর বাজারে অসুস্থ ছাগল জবাই করে মাংস বিক্রি করার খবর পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাল তমাল এর নির্দেশে উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও সেনেটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র এর মাধ্যমে জবাই করা ছাগলের মাংস পরীক্ষা-নীরিক্ষা করার পর অভিযোগ প্রমানিত হওয়ায় মাংস বিক্রেতা মমিনুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও প্রাথমিকভাবে সর্তক করা হয়। পরে জবাইকৃত ছাগলটিকে সবার সামনে মাটিতে পুতে ফেলা হয়।
উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আমরা জবাইকৃত ছাগলটিকে পরিক্ষা করে দেখি যে ছাগলটি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো তার এক পায়ে পচন ধরে পচে গেছে। আমরা মনে করছি ছাগলটিকে কুকুরে কামড় দিয়ে ক্ষত সৃষ্টি করেছে। এমন ছাগলের মাংসো মানব দেহের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/