IMG-LOGO

রবিবার, ৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জিলহজ ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মন্ত্রী-সচিবরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ নাই’এক মাস ধরে ক্যাম্প থেকে বিএসএফের দুই নারী কনস্টেবল লাপাত্তাআজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়েযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪কোটা বাতিল করেছেন আদালত, সরকারের কিছু করার নেই : ড. হাছানরাজশাহীর সাবেক কাউন্সিলরের মৃত্যুতে মেয়র লিটনের শোকমান্দায় ভ্যানচালকদেরকে এমপির রেইনকোট বিতরণকামারগাঁ ইউপি নির্বাচনে মাসুদ করিমের উপরেই আস্থা জনগণেররায়গঞ্জে নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত পরিবারমহাদেবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধুকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগফুলবাড়ীতে ট্রাক ও গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২সাংবাদিক আলামিন হোসেনের পিতার মৃত্যুতে মেয়র লিটনের শোকবৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারধর, আহত ১পোরশায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
Home >> নগর-গ্রাম >> বৃক্ষরোপণে ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের সাফল্য

বৃক্ষরোপণে ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের সাফল্য

বৃক্ষরোপণে ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের সাফল্য

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ব্যাপন বনায়ন কাজ সম্পন্নকরেছেন বনবিট কর্মকর্তা আনিসুর রহমান। তার যোগদানের পর থেকে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার কিছু ইউনিয়নেরও আমুল পরিবর্তন করেছেন তিনি। বিশেষ করে ওই এলাকার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের সিধাতৈল মৌজা, এটি নওগাঁ জেলার অন্তর্গত। এই মৌজার কিছু অংশের জমি চৈত্র মাসে ফেটে চৌচির হয়। যেকোনো ফসল চাষে কৃষকরাও বেসামাল হয়ে যান। কিন্তু সেখানে বৃক্ষ চারা রোপন করে অসাধ্য সাধন করেছেন ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান।

সিধাতৈল মৌজার চৌচির মাঠে ২০২১-২২ সনে বৃক্ষ চারা রোপণ করে নজির সৃষ্টি করেছেন এই কর্মকর্তা। বর্তমানে এই বৃক্ষ চারার উচ্চতা ১৫ থেকে ২০ ফিট, কোথাও কোথাও আরো বেশি। কিছু কিছু চারা অবিশ্বাস্য রকম মোটা হয়ে নিচের অংশ গাছের মতোই লাগে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় ৩০হেক্টর এর অংশ এর অংশ ২০ হেক্টর জমিতে বনায়ন সৃজন ও ১০০ জন স্থানীয় উপকারভোগীর সঙ্গে বন বিভাগ চুক্তিবদ্ধ হয়।

১০ বছর মেয়াদী এই বনায়নের মেয়াদ শেষ হলে বিধি মোতাবেক গাছ কর্তন শেষে উপকার ভোগীরা পাবেন তাদের লভ্যাংশের অর্থ। এই বনায়নের ফলে পতিত জমি সর্বসাধারণের জবর দখলের আওতা থেকে যেমন সুক্ত থাকবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অপরদিকে উপকার ভোগীরা পাবেন এখান থেকে মোটা অংকের আর্থিক লভ্যাংশ। যা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ ও সংসারের বড় কোন উন্নয়নে কাজে লাগাতে পারবেন।

একজন উপকার ভোগী সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, “যেখানে বনায়ন করা হয়েছে সেই জমিতে বর্ষাকালে ৮ থেকে ১০ ফুট পানি থাকে এবং খরা মৌসুমে বাগান এলাকায় মাটি ফেটে চৌচির হয়ে থাকে। গাছ রোপনের ফলে পরিবেশের ব্যাপক উপকার হয়েছে, উপকারভোগীরা গাছ বিক্রি থেকে টাকা পেলে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবে, এবং এই জায়গাটি পতিত পড়ে থাকলে বে-দখল হওয়ার সম্ভাবনা ছিল, যা বনবিট কর্মকতৃা আনিসুর রহমান উদ্ধার করে ও বন বাগান সৃজন করে নজির সৃষ্টি করেছেন। চৌচির এই জমিতে গাছ রোপনের ফলে সরকারের লক্ষ্যমাত্রাও অর্জন হচ্ছে।

এলাকাবাসীর অভিমত বনবিট কর্মকর্তা আনিসুর রহমান একজন দক্ষ অফিসার, তাকে জাতীয় ভাবে পুরস্কৃত করা উচিত। ‘তবে রোপিত এই চারা গাছে পরিণত করতে বনবিট কর্মকর্তাকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। একদিকে অতিরিক্ত পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি, আরেক দিকে প্রচন্ড খরায় গাছ মরার ঝুঁকি। স্থানীয়ভাবে পুরো খরা মৌসুম পানি সেচের ব্যবস্থা করে গাছের শারীরিক বৃদ্ধিতে নিজের শরীরের প্রচÐ ঘাম ঝরিয়েছেন বন বিট কর্মকর্তা আনিসুর রহমান।

বনায়ন সৃজন সম্পর্কে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার রফিকুজ্জামান শাহ বলেন, ‘রাজশাহী বিভাগে বন বিভাগের সরকারি জায়গা অত্যন্ত কম, তাই আমরা সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন দপ্তরের জায়গাতে বিধি মোতাবেক বনায়ন করে উপকারভোগী সৃজন করে থাকি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাছ রোপনে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, পাশাপাশি সামাজিক বনায়নে উপকারভোগী মনোনীত করার ফলে নির্দিষ্ট সময়ে গাছ কর্তনের লভ্যাংশ পাওয়ায় উপকার ভোগীদের আর্থ- সামাজিক উন্নয়নে ব্যাপক কাজে লাগে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news