ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুরে সোমবার (৮ জুলাই) ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি কার্যক্রম বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের এই প্রোগ্রামটি ২০১৩ সাল থেকে দেশের দূর্গম এলাকার মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করে আসছে, প্রান্তিক জনগোষ্ঠী যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দূর্যোগ এর কারণে ক্ষতিগ্রস্ত এবং দারিদ্র্যের বহুমাত্রিক প্রভাবে দুর্দশাগ্রস্ত, তাদের জন্য পরিকল্পিত সামগ্রিক পরিষেবা সরবরাহের মধ্যে দিয়ে বিভিন্ন জীবিকার সুযোগ তৈরী করে এবং প্রয়োজনীয় সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করায় এই কর্মসূচীর মূল লক্ষ্য।
স্টেইকহোল্ডারদের সাথে কর্মসূচীর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিন-বেল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাগর আহমেদ, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন।
আরও উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক সমন্বয়কারী মহসীন আলী, জেলা ব্যবস্থাপক (উইজি) আব্দুল মাজেদ, উপজেলা ব্যবস্থাপক আবুল কাউসার, কর্মসূচী সংগঠক রিপন হাসদা, তাহলীল, ফয়সালসহ কর্মসূচী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, কমিউনিটির সদস্যগণ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew