ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান তার নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ রোপন করেন।
মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১ টায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ প্রজাতীর চারাগাছ ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে নিজ হাতে রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ স্কুলের ছাত্র ছাত্রীরা। পরে ধানঘড়া মহিলা কলেজ ও সরকারি বেগম নুরনাহার অনার্স কলেজ মাঠে বিভিন্ন ফল ও ফুল গাছের চারা রোপন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ শিক্ষক-শিক্ষিকা উপস্থিতি ছিলেন।
বিভিন্ন প্রজাতীর গাছের মধ্য রয়েছে শিমুল, পলাশ, কাঠবাদাম, বকুল সহ নানা ধরনের গাছ তিনি রোপন করেন, বৃক্ষরোপণ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখন বৃক্ষ রোপনের ভরা মৌসুম। অন্যদিকে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সেই আলোকেই বৃক্ষ রোপন করা হচ্ছে। তিনি আরও বলেন, একদিন এখান থেকে আমি বদলি হব, কিন্তু এই লাগানো গাছ গুলোই আমার স্মৃতি বহন করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew