ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা হাটপাঙ্গাসী হালদার পাড়া গ্রামের প্রায় ৯০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দিরটি ইছামতি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হতে পারে মন্দিরটি। নদী ভাঙ্গনের হুমকি মুখে রয়েছে এ মন্দিরটি। এলাকাবাসী জানান, পুরোনো সভ্যতার নিদর্শন এ মন্দিরটি এলাকাবাসীর জন্য অমূল্য সম্পদ। কিন্তু সরকারি বেসরকারি কোন পৃস্ঠপোযকতা না থাকায় যেকোনো মূহর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে মন্দিরটি।
এই মন্দিরে হালদারপাড়া গ্রামের প্রায় অর্ধশত পরিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এ ব্যাপারে অত্র মন্দির কমিটির সহ-সভাপতি ডাঃ লিটন কুমার সরকারের সাথে কথা হলে তিনি জানান, নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে, মন্দিরটির পূর্বপাশে গার্ডওয়াল নির্মাণ করা জরুরী। এজন্য অনেক টাকার প্রয়োজন। যা গ্রামবাসী ও মন্দির কমিটির পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় নদী ভাঙ্গনের কবল থেকে উপজেলার হাটপাঙ্গাসী হালদার পাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দিরটি রক্ষা করার জন্য উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপকের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew