ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার মৌসুমের প্রায় শেষের দিকে কাঁঠালের ভালো দাম পেয়ে খুশি চাষিরা। মৌসুমের শেষ দিক হলেও হাট-বাজারে এখনো ব্যাপক হারে আসছে জাতীয় ফল কাঁঠাল। মৌসুমের অন্যতম এই ফলের কদর যেন হঠাৎ করেই বেড়ে গেছে।
ঢাকাসহ বিভিন্ন জেলার বড় পাইকারি ব্যবসায়ীদের আগমন ঘটছে চোখে পড়ার মতো। তাই মৌসুমের শেষের দিকে বিভিন্ন জাতের মিষ্টি কাঁঠাল সংগ্রহের জন্য ভিড় জমাচ্ছেন। আশানুরূপ দাম পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় দেখা দিয়েছে চাঙ্গা ভাব।
পুঠিয়া উপজেলার কৃষকরা বিগত বছরের চেয়ে এ বছরে কাঁঠালের চাহিদা ভালো থাকায় দাম ভালো পেয়ে অনেক খুশি। পুঠিয়া উপজেলার গত মঙ্গলবার ( ৩০- জুলাই ২৪) সকালে বানেশ্বর বাজার ঘুরে দেখা যায় ছোট বড় বিভিন্ন জাতের কাঁঠালের সারাহ হয়েছে এই হাটে। আর কাঁঠালের আঁকা উপর নির্ভর করে দাম নির্ধারণ করছে পাইকারি ব্যবসায়ী। ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
কাঁঠাল বিক্রেতা সাদেকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছরে বৈরী আবহাওয়ার কারণে কাঁঠাল বাগানে কম থাকলেও বাজারে কাঁঠালের চাহিদা বেশি থাকায় কাঁঠাল বাজারে এনে দাম ভালো পেয়েছি আর বিক্রেয় করতে সময় লাগবেনি । গত বছরের একটি বড় কাঁঠালের দাম ছিলো ১০০ থেকে ১৩০ টাকা এবারের দাম হয়েছে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি করছি।
একাধিক পাইকারিরা ব্যবসায়ী জানান , অন্যান্য বছরের তুলনায় বর্তমানে কাঁঠালের বাজার অনেক ভালো। সেই সাথে চাহিদা আছে। রাজশাহীর কাঁঠালের একটি আলাদা নাম খ্যাতি থাকার জন্য চাহিদা অনেক বেশি। বাজারে কাঁঠালের আমদানি বেশি হলে দাম অনেক।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, এ উপজেলার মাটি কাঁঠাল চাষের জন্য বেশ উপযোগী। কাঁঠাল গাছে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না।
যেটুকু পরিচর্যা প্রয়োজন । সেই পরিমাণে পরিচর্যা করলে একটি গাছে অনেক পরিমাণে কাঁঠাল ধরে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew