ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
পরে উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সফল মৎস্য চাষি গোলাম মোস্তফা গামা প্রমুখ।
সভাটি পরিচালনা করেন প্রভাষক রাব্বী হোসাইন। আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew