ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর নাচোল এজেন্ট পয়েন্টের এজেন্ট গ্রাহকদের টাকা অভিনব কায়দায় আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে লাপাত্তা।
গ্রাহকরা (আমানতকারীগণ) তাদের হিসাব বুঝিয়ে না পেয়ে দিশেহারা। এজেন্ট ইশারুল হকসহ তার অপর তিন সহযোগীরা গত ১৭ জুলাই থেকে ওই এজেন্ট শাখায় যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছেন।
ইসলামী ব্যাংক রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান জানান, ব্যাংকের হিসাবধারীগণ গত ১৭ জুলাই ওই শাখায় গিয়ে তাদের টাকা উঠাতে গেলে তাদের হিসাবে গরমিল দেখে বিস্মিত হন। বিষয়টি কয়েকদিনের মধ্যে অন্যান্য গ্রাহকদের মধ্যে জানাজানি হলে পরদিন থেকে ওই শাখায় গ্রাহকরা ভিড় জমান। কিন্তু ওই শাখার এজেন্ট ইসারুল হক, ক্যাশিয়ার আনিসুর রহমান, মার্কেটিং অফিসার আবু রায়হান ও রহনপুর শাখার জুনিয়র অফিসার মমিনুল ইসলাম গ্রাহকদের হিসেবে গরমিলের কোন সদুত্তর না দিয়ে কর্মস্থল থেকে সটকে পড়েন। ফলে অনেক আমানতকারী/গ্রহক ইসলামী ব্যাংক রহনপুর শাখায় তাদের মৌখিক অভিযোগ জানান।
তিনি জানান, এরই প্রেক্ষিতে রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান গত ১৮ জুলাই নাচোল থানায় এজেন্ট ইসারুল হকসহ অপর তিন সহযোগির বিরুদ্ধে অবৈধ পন্থায় লুজ প্রিন্টেড ভাউচারে গ্রাহকের টাক জমাসহ টাকা আত্মস্বাতের অভিযোগ দায়ের করেছেন বলে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার নিশ্চিত করেছেন। গ্রাহকদের হিসেবে গরমিল ও থানায় চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসবই গোপন থাকে। কিন্তু গত ৩০ জুলাই উপজেলার হাঁকরইল গ্রামের জেন্টু তার প্রবাসে থাকা ছেলের পাঠানো টাকা ওই শাখায় উঠাতে গেলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। তবে এ পর্যন্ত গ্রাহকদের পক্ষ থেকে ৩০ লাখ টাকার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে নাচোল এজেন্ট আউটলেটের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। তবে ব্যাংকিং লেনদেনের জন্য যেকোন এজেন্ট আউটলেটসহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রহনপুর শাখায় যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew