ধূমকেতু প্রতিবেদক, পাবনা : কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃষ্টি উপেক্ষা করেই পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।
শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়।
পরে বেলা ১২ টার দিকে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে অবস্থান করেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র্যাব, ডিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।
শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew