ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুল ওয়াদুদ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
১৬,বিজিবির ২ টি কোম্পানির অধীন ৬ টি বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বলে তিনি জানান।
এদিকে, উদ্ভুত পরিস্থিতির কারণে গত ২০ জুলাই থেকে রহনপুর -সিঙ্গাবাদ রুট দিয়ে রেলযোগে বাংলাদেশ -ভারত পন্য পরিবহন বন্ধ রয়েছে বলে রহনপুর রেলবন্দরের স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম জানান।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে।যার মধ্যে গোমস্তাপুর উপজেলার ৫২ কিলোমিটার সীমান্ত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew