ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মবিরতির কারণে নওগাঁর পত্নীতলার নজিপুর গোলচত্বর এলাকায় যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের সাথে ছিল ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্নীতলায় নজিপুর গোল চত্বর এলাকায় ট্রাফিকের দায়িত্বে ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থী।
তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করছেন। এসময় ছাত্রছাত্রীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ করেন।
স্থানীয় ব্যবসায়ী টিপু সুলতান বলেন, ছাত্রছাত্রীদের এমন ভূমিকায় সত্যিই মুগ্ধ হয়েছি।
অটোরিকশা চালক সাখোয়াত বলেন, ছাত্রছাত্রীরা সবাইকে শৃঙ্খলার মধ্যে চলতে বাধ্য করেছেন। তাদের সুন্দর ব্যবহারে সবাই খুব খুশি।
গোলচত্বরে ট্রাফিক পুলিশের কাজ করা নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থী স্কাউট লিডার মাসুমুল হক বলেন, আমরা এখানে যানজট নিরসন ও দূর্ভোগ লাঘবে কাজ করছি। আমাদের দেশ আমরা নতুন করে সাজাতে চাই। যতদিন ট্রাফিক পুলিশ কাজে না ফিরবে ততদিন আমরা কাজ করে যাবো।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew