ধূমকেতু প্রতিবেদক, পোরশা : সীমান্তে হত্যা ও চোরাচালান প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের উদ্যেগে সীমান্তবর্তী এলাকা গুলোতে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের উদ্যোগে মাইকিং ও সচেতন মূলক আলোচনা সভা করা হচ্ছে।
এরই অংশ হিসাবে শুক্রবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার নিতরপুর কালাইবাড়ি সীমান্ত এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম সহ পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, শীত ও কুয়াশায় সীমান্ত অপরাধ ও হত্যার ঘটনা বাড়ে। এজন্য চোরাচালান ও অপরাধ ঠেকাতে এবার আগে ভাগেই মাঠে নেমেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তারই ধারাবাহিকতায় পুলিশের উদ্যেগে সীমান্ত এলাকাগুলোতে অপরাধ ও চোরাচালান প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। তবে অপরাধ দমনে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও তারা জানান।