ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইউপি সদস্যদের আনা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করেছেন পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল।
বুধবার (৪ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে সীমানা কফি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন চেয়ারম্যান উজ্জল।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান উজ্জল বলেন, গত ২২ আগস্ট সকাল ১০টার দিকে দায়িত্ব পালনের জন্য আমি পরিষদে যাই। কিছু পরে পরিষদের কক্ষে বেশ কিছু লোকজন উপস্থিত হয়ে আমাকে অবরুদ্ধ করে। এসময় ছাত্র-জনতার নামে স্লোগান দিয়ে আমাকে হেনস্তা করে। হুমকি ও মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রেও স্বাক্ষর করে নেওয়া হয়। এর পর থেকে আমি আর পরিষদে যেতে পারছি না।’
চেয়ারম্যান উজ্জল আরও বলেন, একটি মহলের উষ্কানিতে পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় ও আত্মসাতের অভিযোগ তোলেন। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। দুর্নীতিবাজ প্রমাণ করতে আমার অবর্তমানে ওই মহলটি উঠেপড়ে লেগেছে।’
চেয়ারম্যান উজ্জল দাবি করেন, কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদের সদস্যরা ওইসব প্রকল্পে সভাপতির পদে থেকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন ও খরচ করেছেন। আমি শুধুমাত্র দেখভাল করেছি। কাজে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রকল্প সভাপতিসহ সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না।’
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চালসহ টিসিবি ও ভিজিডির চাল যথাযথ নিয়ম মেনেই বিতরণ করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। গোপালপুর হাটের উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপন, ড্রেন নির্মাণসহ এইচবিবি রাস্তা করা হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew