ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ ছাড়াই চলমান বিদ্যালয় ছুটি দিয়ে দলের প্রতি কৃতজ্ঞতা দেখালেন প্রধান শিক্ষক তোজাম্মেল হক।
গত (৩০ সেপ্টেম্বর) সোমবার ফুলবাড়ী-পার্বতীপুর আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের জানাজা সকাল ১১টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । সেই জানাজায় অংশগ্রহন ও প্রধান শিক্ষকের নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরামর্শ ছাড়াই প্রধান শিক্ষক তোজাম্মেল হক তার নিজ দায়িত্বে গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে চলমান ক্লাস স্থগীত ও বিদ্যালয় ছুটি ঘোষনা দিয়ে শিক্ষার্থীদের তার নেতার জানাজায় উপস্থিত থাকার নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন আওয়ামীলীগের শাসন আমলে স্থানীয় আওয়ামীলীগের রাজনৈতিক ব্যাক্তিদের ম্যানেজ করে ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান। সেই কৃতজ্ঞতা প্রকাশে গত ৩০ শে সেপ্টেম্বর সোমবার আকস্মিক ভাবে বিদ্যালয়ের চলমান ক্লাস স্থগীত করে বিদ্যালয় ছুটি দিয়ে দেন।
নাম প্রকাশে অনুচ্ছিক এক আওয়ামীলীগের নেতা বলেন, প্রধান শিক্ষক তোমাজ্জেল হক দির্ঘদিন যাবৎ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দ্বায়িত্বে আছেন। এই পরিচয়ে তিনি গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন। সেকারনে দলিয় ব্যাক্তি হওয়ায় ও নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এহন অনিয়োম করেছে।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল বলেন, ৩০ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার কোথাও বিদ্যালয় ছুটির ঘোষনা দেওয়া হয় নাই। গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় কি কারনে ছুটি দেওয়া হয়েছে। কার নির্দেশে ছুটি দেওয়া হয়েছে আমি জানি না। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রধান শিক্ষক দ্বায়ি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন কর হবে।