ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ডে নেই কোনো যাত্রী ছাউনি। এতে প্রতিদিন হাজার ও মানুষ পড়ছে দুর্ভোগে। গত বুধবার (০৯ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদর বাস স্ট্যান্ডে এক পাশে দাঁড়িয়ে আছে অনেক যাত্রী। এই বাস স্ট্যান্ড ব্যবহার করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিদিনই যাতায়াত করে হাজারো মানুষ।
কিন্তু এই মানুষগুলোর জন্য নেই বাসস্ট্যান্ডে কোন নির্ধারিত স্থান। কিন্তু তারপরেও তাদের প্রতিদিনই দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয় এই বাসস্ট্যান্ডে। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা মহাসড়কের পাশেই ব্যক্তি মালিকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এসময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বৃষ্টি শুরু হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে দেখা গেছে। সাধারণ যাত্রীরা জানান অন্যান্য উপজেলায় যেমন যাত্রী ছাউনি ব্যবস্থা আছে ঠিক তেমনি এই উপজেলাতেও একটি যাত্রী ছাউনির অতি জরুরি দরকার বলে মনে করেন যাত্রীরা।
গাড়ির যাত্রী রফিকুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলা সদরে এই বাস স্ট্যান্ড অবস্থিত । কিন্তু দুঃখ জনক বেপার এই বাস স্ট্যান্ডে কোন বসার বা দাঁড়িয়ে থাকার। নির্দিষ্ট স্থানে নেই। যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলে ভোগান্তির শেষ নেই।
একাধিক মহিলা যাত্রীরা বলেন, আমরা মেয়ে মানুষ এই বাসস্ট্যান্ডে না আছে কোথাও একটু দাঁড়ানোর ব্যবস্থা না আছে কোন বসার ব্যবস্থা। এই বাসস্টান্টটি ব্যবহার করেই আমরা প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই যাওয়া আসা করে থাকি। একটু বৃষ্টি এলেই ছেলে মানুষ যেখানে সেখানে দৌড় দিয়ে যেতে পারলেও আমরা মেয়ে মানুষ পানিতে ভিজেই দাঁড়িয়ে থাকতে হয় পরে গাড়ি আসলে গাড়িতে উঠতে হয়। সেই জন্য যাত্রী ছাউনির অতি জরুরি দরকার বলে মনে করি আমরা।
পুঠিয়া বাস স্ট্যান্ডের স্থানীয়রা বলেন, যাত্রীরা বৃষ্টির মৌসুমে অনেক কষ্টের শিকার হন, প্রতি নিয়ত যাত্রীরা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। সেই জন্যে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি নির্মাণ করা অতি জরুরী হয়ে পড়েছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর জানান, আমি পুঠিয়া উপজেলা আসার পরে মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় লক্ষ্য করি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে তাদের না আছে একটু ভালোভাবে দাঁড়ানোর বা বসার সুব্যবস্থা সেজন্যই আমি চেষ্টা করি পুঠিয়া বাসস্ট্যান্ডে একটি যাত্রী ছাউনি তৈরি করার। পরবর্তীতে জানতে পারি মহাসড়কটি সংস্কার করে চার লেনে রূপান্তরিত করা পরে। রাস্তার কোন পাশের বেশি জায়গা মহাসড়কের কাজের জন্য ব্যবহার করা হবে এর সুনির্দিষ্ট কোন তথ্য না থাকার কারণে যাত্রী ছাউনি তৈরি করা সম্ভব না। রাস্তার কাজ সম্পন্ন হলে বরাদ্দর ব্যবস্থা করা হবে এবং যাত্রী ছাউনিও নির্মাণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew