ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এবার ৩১টি মন্ডপে শারদীয় দূর্গো উৎসব শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এ উৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের আস্থা অর্জনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এরই অংশ হিসেবে বুধবারও হিন্দু সম্প্রদায়ের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম। এদিকে, মঙ্গলবার থেকেই পূজামন্ডপে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহলে রয়েছে। এবার সীমান্তবর্তী ৭টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা দিচ্ছে বিজিবি।
এদিকে, বুধবার সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার মন্ডপগুলো ঘুরে দেখেন পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew