ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলাকারীরা দেশটির সীমান্তরক্ষীদের দুটি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। যারা ওই অঞ্চলের সীমান্ত সুরক্ষায় কাজ করতেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশটিতে এ হামলার ঘটনা ঘটেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে।
সিস্তান বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত রয়েছে। সেখানে সুন্নি মুসলিম জঙ্গিদের পাশাপাশি মাদক পাচারকারীদেরও তৎপরতা আছে। এই দুই দেশের সীমান্তের কাছাকাছি চোরাগোপ্তা হামলায় ওই রক্ষীরা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ওই সীমান্তের তাফতান এলাকায় একটি বিরোধের খবর পেয়ে সীমান্তরক্ষীরা সেখানে যায়, সেখান থেকে ফেরার পথে তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালনো হয়।
এদিকে পুলিশ কমান্ডার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল, যারা প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। পরে সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে।
সিস্তান এবং বেলুচিস্তান একটি অশান্ত সীমান্ত প্রদেশ যেখানে জইশ আল-আদল সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew