ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবলে একের পর এক তারকা খসে পড়ছে। দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিকে হারানোর শোক কাটতে না কাটতেই না ফেরার দেশে চলে গেছেন মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেয়া। এরপর পৃথিবীর মায়া কাটিয়েছেন ইতালিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি পাওলো রসি।
এবার আকস্মিক মৃত্যুর খবর এলো লিভারপুলকে ‘ট্রেবল’ জেতানো কিংবদন্তি কোচ জেরার্ড হুলিয়েরের। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হুলিয়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সপ্তাহ তিনেক আগে হৃদযন্ত্রের অসুখে অস্ত্রোপচার করাতে হয়েছিল হুলিয়েরের। তবে গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। রাতে এলো মৃত্যুর খবরটি।
হুলিয়ের ১৯৯২ ও ১৯৯৩ সালে নিজের দেশ ফ্রান্সে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে ফুটবল বিশ্ব তাকে মনে রেখেছে ২০০০-০১ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলকে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপের ‘ট্রেবল’ জেতানোর জন্য।
খেলোয়াড় হিসেবে তেমন কিছু করতে না পারলেও ১৯৭৩ সালে কোচিং পেশায় যুক্ত হওয়ার পর বেশ সুনাম কুড়ান হুলিয়ের। প্রথম বড় কোনো ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা হয় তার পিএসজির মাধ্যমে। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটির কোচ ছিলেন।
১৯৮৮ সালে ফ্রান্স জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া হুলিয়ের ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নেন ১৯৯২ সালে। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দলকে তুলতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেন তিনি।
১৯৯৮ সালে নেন লিভারপুলের দায়িত্ব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিভারপুলকে আমূল বদলে দিয়েছিলেন হুলিয়ের। যার জন্য তাকে এখনও মনে রেখেছে ইংলিশ ক্লাবটি।
২০০৪ সালে লিভারপুল ছেড়ে যাওয়ার পর প্রথমে ফ্রান্সের লিওঁ ও পরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব নেন হুলিয়ের। ২০১১ সালে অ্যাস্টন ভিলাতেই কোচিং ক্যারিয়ারের ইতি টানেন।