লেখক : মনিরুজ্জামান শেখ রাহুল
একাত্তরের ষোলই ডিসেম্বরে
উঠলো নবজাগরণের সূর্য,
ইতিহাসে আঁকা হলো
বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের অন্তে
পেলাম আমরা বিজয়,
লাখো শহীদের আত্মত্যাগে হলো
সকল পরাধীনতার ক্ষয়।
জাতির পিতা বেঁচে আছেন
দেশের মানুষের ভাবনায়,
তাঁরই আদর্শ ধারণ করেছি,
লালন করেছি চেতনায়।
মহান মুক্তিযুদ্ধের বলিষ্ঠ নেতৃত্ব,
মহাকালের মহানায়ক, বাংলাদেশের স্থপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাঁরই আদর্শে বাঙ্গালী গাহে
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান।
আজ লাল-সবুজের পতাকা
উড়ছে তার আপন আনন্দে,
সঙ্গীত বেজে উঠছে, সমুদ্রের
জোয়ারে ও পাখির কন্ঠে।
বিজয়ের দিনে চিরদিনের জন্য হয়েছে
সকল নিপীড়ন-অত্যাচারের শেষ,
আমরা পেয়েছি বঙ্গবন্ধু’র অমর কীর্তি
এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
লেখকের মন্তব্য : কবিতাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।