ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পালিত হয়েছে। ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামীলী নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, সুভাষ প্রামানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহমেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৈশ্বিক মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচী পালন করেন। বিভিন্ন সরকারী-বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।
এছাড়া হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগ, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগ, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে মহান বিজয় দিবস পালন করেন।