ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মাহবুব হাসান নামে এক চিকিৎসকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই চিকিৎসক ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ওই চিকিৎসকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ওই চিকিৎসকের পিতা রমজান আলী জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় তার বাড়ির মিল গেটের তালা ভেঙে চোর বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে কাপড়চোপড়, কাঁসার থালা-বাসন, দুটি এলইডিটিভি, আইপিএসের ব্যাটারিসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা। এ ঘটনায় তিনি বুধবার গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew