ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেভাতে কাজ শুরু করেছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।’
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, ‘আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ শুনি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছেন।’
ফায়ারসার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্র বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।
এর আগে গত ১ ডিসেম্বর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনায় আগুন লেগে পুড়ে যায়। উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew