ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শিক্ষার্থী মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহীনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা- ডিবি পুলিশ। তাদেরকে সাভার ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন, পুলিশ সুপার রেজাউল করিম। এসময় তিনি জানান, রাজনৈতিক কারনে নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বন্দ্ব ও পেয়ারা বাগানে পলিথিন বাধাকে কেন্দ্র করে বিরোধের জেরেই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন।
অন্য আসামিদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে জানিয়ে পুলিশ সুপার জানান, গত ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে ছুরিকাঘাতে এই নিহতের ঘটনা ঘটে। পাশাপাশি আরও ৪ জন কিশোর এ ঘটনায় আহত হয়। হত্যাকান্ডের পরদিন রাতে নিহত মাসুদের বাবা এজাবুল হক ১৮ জনকে আসামী করে নাচোল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew