ধূমকেতু প্রতিবেদক, লালপুর : রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রবাসী ফেরত আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে ব্যাপক মারপিট করে দুই লক্ষ টাকার নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতা ও তার বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার করজগ্রাম-মাধাইমুড়ি শ্বশানঘাটে এ ঘটনাটি ঘটে। মারধর ও নির্যাতনের শিকার আলমগীর হোসেন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আলমগীর উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় রাণীনগর থানায় ইমরানসহ ৫জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অγাতনামা আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর বাবা মোজাহার আলী বলেন, আমার ছেলে আলমগীর হোসেন প্রায় এক মাস আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে রাণীনগর উপজেলার নিলাম্বরপুর গ্রামের মৃত নওশের দেওয়ান ওরফে ধুত্তু ছেলে মো: শাজাহান ৫লক্ষ টাকার চাঁদার দাবি করে আসছিলো। উক্ত টাকা না দিলে আমার ছেলেকে অপহরণ করার হুমকি ধামকি প্রদান করেন। আমার ছেলে কাছে ৫ লক্ষ টাকার চাঁদার দাবি করলে চাঁদার টাকা দিতে অস্বীকার জানালে বৃহস্পতিবার দুপুরে শাহাজানসহ ৮-১০ জন আমার বাড়িতে আসিয়া আমার ছেলে আলমগীর হোসেনকে জোরপূর্বক অপহরণ করিয়া করজগ্রাম শশ্মান ঘাটে নিয়ে যায়। সেখানে লোহার স্টীক দিয়ে এলোপাতারীভাবে মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে ১০০ টাকা মূল্যমানের ৪টি নন জুডিসিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আমার ছেলেকে মৃত্যুর ভয় দেখাইয়া দুই লক্ষ টাকার চাঁদার দাবি করে । তখন আমার ছেলে মোবাইলের মাধ্যমে আমাকে দুই লক্ষ টাকা নিয়ে আসতে বলে। আমি ও আমার লোকজনসহ দুই লক্ষ টাকা নিয়ে গিয়ে আসামীদের হাতে দিয়ে আমার ছেলেকে সেখান থেকে উদ্ধার করি। আমার ছেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ইমরান বলেন, আমি কিছুই জানিনা। তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শত্রুতার জেরে রাজনৈতিক প্রতিপক্ষ একজন আরেকজনের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew