ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তার ভুস্কুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান (৩৮) নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মিজানুর রহমান আজ সোমবার সকালে তার কর্মস্থল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালুর নারহট্র শাখায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো। সে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তার ভুস্কুর বাজার এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew