ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আন্ত: জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম ড্রাইভার শাখার নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক রুবেল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছে ৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী হরিণ প্রতীকে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইদুর ইসলাম বাবু ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট।
শুক্রবার (৩১ জানুয়ারি) নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সাথে ড্রাইভার শাখার অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, প্রচার সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীয়া সম্পাদক ফারুক হোসেন, সড়ক সম্পাদক ফেরদৌস আলম, কার্যনির্বাহী সদস্য হাসান ফারুক, জাহিদুল ইসলাম ও সোহেল রানা।
আন্ত: জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া শাখার সভাপতি রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক মিন্টু খান ও সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ অন্যান্য নেতারা এই নির্বাচন পরিচালনা করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews