IMG-LOGO

রবিবার, ২রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ২৬১জন উপকারভোগীর টাকা নিয়ে লাপাত্তা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল ও তার স্ত্রীপুঠিয়ায় বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে পিটিয়ে রক্তাক্ত‘ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে’‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার বড় কারণ চাঁদাবাজি’আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বটিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থার কর্মকর্তারাপোরশায় ধর্ষন মামলায় আটক-১চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধারগোমস্তাপুরে প্রেমিকসহ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধাররাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিলগোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যুরাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুরকুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতনায়িকা অপুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ২৬১জন উপকারভোগীর টাকা নিয়ে লাপাত্তা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল ও তার স্ত্রী

২৬১জন উপকারভোগীর টাকা নিয়ে লাপাত্তা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল ও তার স্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) নতুন নাম ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) আওতাধীন গরীব,অসহায় ও দুস্থ ২৬১জন উপকারভোগীর দুই বছরের জমানো সঞ্চয়ের প্রায় ১৩ লক্ষ ৭৮ হাজার ৮০ টাকা নিয়ে লাপাত্তা পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ডিজিটার সেন্টারের উদ্যোক্তা দুলাল হোসেন ও তার স্ত্রী সুইটি বেগম। দুলাল হোসেন ও দুলালের স্ত্রী সুইটি বেগম পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন। দুলাল হোসেন একই ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের সুজাউলের ছেলে ও সুইটি বেগম দুলালের স্ত্রী।

জানাযায়,পাহাড়পুর ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) নতুন নাম ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) আওতাধীন ২৬১জন গরীব,অসহায় ও দুস্থ উপকারভোগীর দুই বছরের জমানো সঞ্চয়ের টাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত শিডিউল মোতাবেক গত ২৬শে জানুয়ারী (রবিবার থেকে ২৮শে জানুয়ারী মঙ্গলবার) তারিখের মধ্যে উপকারভোগীদের ফেরত দেওয়ার জন্য পরিষদে একটি চিঠি দেন। টাকা ফেরতের তারিখ জানতে পেরেই গত ২৪শে জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় উদ্যেক্তা বাড়িতে যায় এবং ২৫শে জানুয়ারী শনিবার সকাল থেকেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি বন্ধ পাওয়া যায়। উদ্যেক্তা দুলাল হোসেনের কোন খোঁজ পাওয়া যায় না। এ বিষয়ে পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর গত ২৭শে জানুয়ারি (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এর আগে উপকারভোগীদের সঞ্চয়ের টাকা জমা হতো ডাচবাংলা এজেন্ট ব্যাংকে। পরে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের সকল উদ্যেক্তারা উপজেলার ইউএনও সাথে আলোচনা করে বলছে আমরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কাজ করি আমাদেরও এজেন্ট ব্যাংকিং আছে। আমরা যদি উপকারভোগীদের প্রতি মাসের সঞ্চয়ের টাকা গুলো জমা করতাম তাহলে আমরা কিছু লাভবান হতাম। সেই কথা বিবেচনা করে ইউএনওর অনুমতি নিয়ে এবং তাঁর নির্দেশনায় উদ্যেক্তাদের যে ব্যাংকে এজেন্ট আছে সেই এজেন্ট ব্যাংকে টাকা জমা রাখতে বলে।

উদ্যোক্তা দুলাল হোসেন এনআরবিসি ব্যাংকের এজেন্ট ছিলেন সে ওখানে টাকা জমা দিয়ে আসতো বলে জেনেছি। দুলাল হোসেন উপকারভোগীদের কাছ থেকে প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা নিয়ে কার্ডে লেখে দিতো। আর সেই কার্ড দেখে আমরা চাল দিতাম।

এই ইউনিয়নে মোট ২৬১জন ভিজিডির উপকারভোগী আছে। তারা প্রতিমাসে একেক জন ২২০ টাকা করে জমা রাখতো। সেই মোতাবেক দুই বছরে জন প্রতি জমা হয়ে ছিলো ৫২৮০ টাকা। ২৬১ জন উপকারভোগীর জমাকৃত মোট টাকার পরিমাণ ১৩ লাক্ষ ৭৮ হাজার ৮০ টাকা। আর এই টাকা ফেরত দিতে হবে সেই খবর পেয়েই গত ২৪ শে জানুয়ারী রাত থেকে তাঁরা নিখোঁজ হয়।
সরেজমিনে বদলগাছীর পাহাড়পুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাযায়, ইউনিয়নের ডিজিটাল ইনফরমেশন সেন্টার (তথ্য সেবাকেন্দ্র) টি বন্ধ রয়েছে। বন্ধের বিষয়ে জানতে চাইলে স্থানায়ীরা জানান, গত ২৫শে জানুয়ারী থেকে উদ্যেক্তা এই ঘর খোলেনি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা শুনেছি যে উপকারভোগীদের জমানো টাকা নিয়ে পালিয়েগেছে।
আরো জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরের কাছের মানুষ হওয়ায় উদ্যোক্তা দুলাল হোসেন ও তার স্ত্রী সুইটি বেগমের কোন কাজই তদারকি করেন না ইউনিয়ন পরিষদ সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ।

আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনিয়নের ২৬১জন দুস্থ, গরীব,অসহায় মহিলা উপকারভোগীর জমা করা টাকা উপকারভোগীদের নিজস্ব একাউন্টে জমা না করে আত্মসাত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, উদ্যোক্তা দুলাল আর ওই যে চিংকু মেম্বার আছে না। চিংকু মানে বললে, চিংকু মানে করিম। ওর নাম করিম, করিম উদ্দিন চয়েন। ওদের বাড়ি পাশাপাশি। এতে চেয়ারম্যানও জরিত আছে। চেয়ারম্যান ও মেম্বারগুলা এদের হাতে আছে।
উদ্যোক্তার বিষয়ে পাহাড়পুর ইউপি সদস্য করিম উদ্দিন চয়েন বলেন, ২৬১ জনের টাকা নিয়ে পালায়ে গেছে। সব বইয়ের ফটোকপি নিয়ে গেলে মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সঠিক তথ্য জানাতে পারবো।

কিছু এলাকাবাসীর অভিযোগ যে আপনি ঐ ছেলে কে পালাতে সাহায্য করেছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন,যদি কেউ বলে। এডা ডাসা মিথ্যা কথা। একবারে মিথ্যা কথা। আমার সাথে তার কোন ঐ রকম অফিসিয়াল ভাবে সম্পর্ক নাই। আমি কেন তাঁকে সাহায্য করবো। আমার স্বার্থ কোথায়। এটা হল বড় বিষয়। যদি এটা কেউ বলে তা উদ্দেশ্য প্রণিত ও হিংসামুলক। আমার যে রাজনৈতিক কারিয়ার আছে এটা ক্ষুর্ণ করার জন্য তারা বলতে পারে।
বদলগাছী এনআরবিসি ব্যাংক সূত্র জানায়, পাহাড়পুর ইউনিয়নের ভিজিডির আওতাধীন দুইশত মতো ব্যাংকে একাউন্ট আছে। এই একাউন্ট গুলোতে নাম মাত্র টাকা জমা আছে যা একাউন্ট খোলার সময় রাখা হয়েছিলো।

ব্যাংকে টাকা জমা হচ্ছে কি না এর তদারকি বিষয়ে জানতে চাইলে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী শাহাব উদ্দীন বলেন, আগে ঐ ভাবে কখনো প্রয়োজন পড়েনি। এর আগে প্রথমে এনজিও ও মহিলা বিষয়কের যৌথ্য স্বাক্ষরে একাউন্ট থাকতো, আর সেই একাউন্টে উপকারভোগীদের সঞ্চয়ের টাকা জমা হতো । তখন এনজিও লোক এসে সরাসরি টাকা নিতো। যার কারনে ঐ ভাবে তদারকি করা হয় না। আমরা শুধু দেখি সঞ্চয় দিছে কিনা, গ্রাহকরা সঞ্চয় দিয়ে চাল নিচ্ছে কিনা। ইউএনও স্যারের নির্দেশনায় ব্যাংক যেহেতু এজেন্ট দিয়ে দিয়েছে। সে ব্যাংকে কখন টাকা জমা করেছে সেটা জানিনা।

উদ্যোক্তা কত টাকা নিয়ে পালিয়েছে বলে জানতে চাইলে পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন, ৭ থেকে ৮লাখ হবে। আর ২৬১ জন সবাই তো প্রতিমাসে টাকা দেয় নি। প্রতিমাসে উপকারভোগীরা জন প্রতি ২২০ টাকা করে জমা রাখার কথা ছিলো। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে ইউএনওর কাছে একটি দরখাস্ত করা হয়েছে। এখনো মনে হয় মামলা রেকর্ড হয়নি। জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, উপকারভোগীদের কাছ থেকে টাকা জমা নিয়ে লেখে দেই উদ্যোক্তা। ২২০টাকা করে। আর জমার সেই কার্ড দেখে পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা চাল বিতরণ করে। আমরা শুনে ছিলাম প্রত্যেক মহিলার নামে আলাদা আলাদা একাউন্ট খোলা আছে। আমরা ব্যাংকে তথ্য নিলাম ২০৩/২০৪টা একাউন্ট রয়েছে। আমরা যখন উপকারভোগীদের জমানো টাকা তাঁদের মাঝে বিতরণের জন্য পরিষদকে চিঠি দিলাম ঐ সময়ও যোগাযোগ সব ঠিক ছিলো। ২৬তারিখে গিয়ে দেখাগেলো সে নাই।
উপকারভোগীদের নামে ব্যাংকে টাকা জমা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি ও খোঁজ নেবার দ্বায়িত্ব তো আপনার বলে প্রশ্ন করলে তিনি বলেন, উদ্যোক্তা চেয়ারম্যানের আপন লোক। আর চেয়ারম্যানের আপন লোকছাড়া প্রতিটা ইউনিয় পরিষদে উদ্যোক্তা কমই আছে। তাই সেইভাবে কোন খোঁজ-খবর নেওয়া হয়নি। এজন্য আমি দুঃখিত।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, এবিষয়ে একটি অভিযোগ হয়েছে। ওকে ধরার জন্য লোক পাঠায়ছিলাম। শুনলাম সে নাকি বাহিরে চলে গেছে। এখনো মামলা হয়নি।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

ধূমকেতু আইটি

সকল সংবাদ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728