ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার পর আবার মাঠে ফিরেছে ক্রিকেট। বদলে গেছে অনেক নিয়মই। এই পরিস্থিতিতে আরেকটি নিয়মে বদল আনা অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে মনে করছেন শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার। তিনি দাবি তুলেছেন, ইনজুরি সাবস্টিটিউটের।
আর্থারের এমন দাবিকে যৌক্তিক বলাই যায়। দক্ষিণ আফ্রিকা সফরে এসে একের পর পর এক চোটে পড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের পর লঙ্কান সেরা একাদশের ছয়জন মাত্র খেলোয়াড় ফিট আছেন। দ্বিতীয় টেস্টের আগে তাই মহাদুশ্চিন্তায় কোচ আর্থার।
করোনার কারণে দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। আগের মতো প্রস্তুতিরও সুযোগ হয়নি। এসব কারণে খেলোয়াড়রা ঘন ঘন চোটে পড়ছেন, মনে করেন আর্থার। লঙ্কান কোচ বলেন, ‘আমাকে আইসিসি ক্রিকেট কমিটির সঙ্গে বসতে হবে। টেস্টের পর তাদের সঙ্গে কথা বলতে হবে।’
তিনি যোগ করেন, ‘আমি দেখলাম, ভারতও তাদের কয়েকজন পেসারকে হারিয়েছে (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। আমার আশঙ্কা হচ্ছে, অন্য দলগুলোও এভাবে হারাবে। কারণ কোভিড পরিস্থিতি এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়া পার করে এত বেশি চাপ নেয়া কঠিন হয়ে যাচ্ছে।’
‘যদি বিশ্ব স্বাভাবিক থাকতো, তবে এই পরিস্থিতে পড়তে হতো না। অবস্থা অন্যরকম থাকতো। কিন্তু অস্বাভাবিক এই বিশ্বতে, আমার মনে হয় আইসিসি লেভেলে এটা নিয়ে আলোচনা করা উচিত।’
দক্ষিণ আফ্রিকায় ২১ সদস্যের দল নিয়ে গেছে শ্রীলঙ্কা। যদি এতজন খেলোয়াড় না থাকতো, তবে কি উপায় হতো? মিকি আর্থার কিছুটা মজা করেই বললেন, ‘কপাল ভালো। না হলো গ্র্যান্ট ফ্লাওয়ারকে (ব্যাটিং কোচ) তিনে আর আমাকে আগামী টেস্টে চার নম্বরে খেলতে হতো।’