ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মুজিব বর্ষ ১৪তম ব্যুত্থান মার্শাল আর্ট-২০২০ এর ২ দিন ব্যাপী জাতীয় সহ-প্রতিযোগিতা বুধবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গণে প্রতিযোগীতার উদ্বোধন করেন, ব্যুত্থাম মার্শাল আর্ট এর জনক ডিসকভারী চ্যানেলখ্যাত সুপার হিউম্যান আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার এমএকে ইউরী বজ্রমুনী।
বিভিন্ন ওজন শ্রেণীতে এই প্রতিযোগিতায় দেশের ২৯টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক প্রতিযোগিতায় মঙ্গলবার ২০টি খেলা সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকালে খেলার সমাপনী অনুষ্ঠিত হবে।