ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার ৪ এবং ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে দুই ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।
৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু। ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে নির্বাচন অফিস উদ্বোধন ও কর্মীসভার আয়োজন করেন ভবানীগঞ্জ বণিক সমিতি।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, ৫নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, জাহাঙ্গীর আলম হেলাল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদস্য জাহেদুর রহিম মিঠু, আক্তারুজ্জামান বুলবুল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক প্রভাষক জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।
অপরদিকে ৪ নং ওয়ার্ডেও দানগাছি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেয়র আব্দুল মালেক মন্ডল।
আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য চেয়ারম্যান আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, ৪নং ওয়ার্ডের সভাপতি দোলাহার হোসেন দুলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার, সহ সভাপতি রোস্তম আলী, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম বাবু প্রমুখ।
সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।