ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেভ দ্য টুমরো রাবি শাখা। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষক স্বপ্নীল রহমান, এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারার বিভাগের ড. ফেরদৌস আক্তারসহ সেভ দ্য টুমরোর কেন্দ্রীয় কমিটিরসহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেদোয়ান গাজী মহারাজসহ সেভ দ্য টুমরো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ফাতেমা আক্তার আঁখিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সেভ দ্য টুমরো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, যেহেতু শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা এই শীতে ফুলতলায় আমাদের সংগঠন কর্তৃক পরিচালিত স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিই। এ বিষয়ে আমরা আমাদের অভিভাবকবৃন্দ সম্মানীত শিক্ষকদের সাথে কথা বলে পরবর্তীতে শহরের ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরো বলেন, সবার সহযোগিতায় প্রথমবার সফলভাবে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা ভালো লাগা থেকে এসব কাজ করছি, ভবিষ্যতে এ শাখার কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে।
সেভ দ্য টুমরো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানহা শান্তা বলেন, নতুন বছরটা সুন্দর একটা কাজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবার সম্মিলিত চেষ্টায় করতে পেরেছি। এভাবেই সারা বছর টাই ভালো আর মানবিক কাজের মধ্যে দিয়ে যাক। জয় হোক মানবতার। সেভ দ্য টুমোরো, রাবি শাখার পক্ষ থেকে সকল সুবিধা বঞ্চিত মানুষ দের নতুন বছর টা আনন্দময় হোক,পৃথিবী সুস্থ হয়ে যাক এই প্রার্থনা করি।