ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি দীঘিতে মাছের পোনা অবমুক্ত করে নিজেকে মৎস্যচাষী হিসেবে আত্মপ্রকাশ করলেন শিক্ষিত যুবক বায়তুল মামুর হিমেল।
উদ্যোক্তা হিমেল উপজেলার রহনপুর পৌর এলাকার মৃত জাইদুর রহমানের ছেলে। এএমবিএ পড়ালেখা শেষ করে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি নিজেকে মাছচাষি হিসেবে আত্মপ্রকাশ করতে বুধবার সকালে উপজেলার রাধারনগর ইউনিয়নের জশৈল গ্রামের ২.৭৪ একর জায়গায় গড়ে ওঠা পৈতিক দীঘিতে ২০ মণ মাছের পোনা অবমুক্ত করে মৎস্য খামারের শুভ সূচনা করেন হিমেল।
হিমেল জানান, মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানকে সফল করতে অত্র এলাকার শিক্ষিত ও বেকার যুবকের এ উদ্যোগ নিয়েছি। তাছাড়া তরুণ উদ্যোক্তারা এই খামার দেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিষমুক্ত মাছ চাষে অনুপ্রানিত হবে। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।