ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। রোববার বিকাল ৩ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবুসাঈদ চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, সাবেক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ্যাড. নাদিম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাাদক এ্যাড. শফিকুল হক মিলন।
সভায় রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী রাজশাহী বিভাগীয় কমিটির মিডিয়া কমিটির সদস্য মাহমুদা হাবিবা, রবজশাহী জেলা যুবদর সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্বল, রাজশাহী ছাত্রদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, জেলা মহিলাদলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।