ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ অংগসংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পাঁচন্দর ইউনিয়ন এলাকার দুবইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী।
তানোর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, তানোর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাজেমান আলী, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, তানোর উপজেলা যুবলীগ সভাপতি জুবায়ের হোসেন, পাচন্দর ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।