ধূমকেতু নিউজ ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।
আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।
সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারিয়েছে বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।
ইনিংস শুরুর প্রথম ওভারেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যরিবীয় পেসার আলজারি জোসেফ। তার প্রথম ওভারের পঞ্চমবলে আউট হন ওপেনার লিটন দাস।
লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জোসেফ। দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম।
এরপর টানা চার বল ডট পান জোসেফ। পঞ্চম বলে শূন্যরানে লিটনকে ফেরান ২৪ বছর বয়সী এ ক্যারিবীয় পেসার।
আলজারি জোসেফেকে লেগে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। অন্য প্রান্তে তামিম ইকবালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন লিটন, রিভিউ নেবেন কি না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়।
লিটনের পর অধিনায়ক তামিমকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন শান্ত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২১ রান। শান্ত ১৪ বলে ১২ রান ও তামিম ১৩ বলে ৮ রানে অপরাজিত রয়েছেন।