ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। শীতে ছিন্নমূল সহ গরীব, দুস্থ-অসহায় মানুষ যেন কষ্ট না পায় সে জন্য তাদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের পাশে মানবতার সেবায় এগিয়ে এলেন তিনি। রোববার রাতে শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রায় ৪ শতাধিক গরীব, দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালে মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।