ধূমকেতু প্রতিবেদক : মিথ্যে মামলা করায় এক বাদিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলার বাদির নাম নার্গিস বেগম (৩৪)। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাসিন্দা। স্বামীসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করার পর সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় আদালত তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তার দায়ের করা মামলাটির বিচারকার্য সম্পন্ন হয়েছে। তার মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক হুমায়ুন কবীর আসামিদের খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি তার স্বামী মজিবুর রহমান, শ্বাশুড়ি ফুলজান মÐল এবং মজিবুরের বড় ভাই মাইনুল ইসলামের (৪০) বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ও ৪ ধারায় মামলা করেন। আদালত বাদীপক্ষে চারজন এবং আসামিপক্ষে দুইজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। সাক্ষীদের সাক্ষ্য এবং মামলায় দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে বুধবার আদালত আসামিদের বেকসুর খালাস দেন। একইসঙ্গে মিথ্যা মামলা করার বিষয়টি প্রমাণিত হওয়ায় নার্গিসের বিরুদ্ধে অভিযোগ করেন খালাস পাওয়া আসামি। তিনি দন্ডবিধি ২১১ ধারায় অভিযোগ দায়ের করেন। তাই আদালত নার্গিস বেগমকে পুলিশে সোপর্দ করেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করেন।