ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকের মতে, প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা সমান সমান। কারণ প্রথম দিন ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে সমান সমান ভাবতে মোটেই রাজি নয় একাংশ। কারণ চট্টগ্রামে মেয়ার্সের মতো বোনার যদি দাঁড়িয়ে যায় তা হলে দৃশ্যপটই পাল্টে যাবে।
ইতিমধ্যে ৭৮ রান সংগ্রহ করে ফেলেছেন বোনার। তাইজুল-মিরাজদের বল ভালোই সামলে নিয়েছেন। আবু জায়েদ রাহির ছোবলকেও প্রতিহত করে যাচ্ছেন।
সব মিলিয়ে মুমিনুলদের গলার কাঁটা এখন বোনার। এ কাঁটা দূর করতে না পারলে বড় সফরকারীদের বড় সংগ্রহে চাপা পড়বে বাংলাদেশ।
তা ছাড়া প্রথম দিন শেষে বোনারের মুখে আত্মবিশ্বাস ঝড়ল। তিনি জানালেন, লক্ষ্য একটিই। রান করা। কারণ রান করার জন্য টাকা পান তিনি।
মিডল অর্ডার এ ব্যাটসম্যান বলেন, ‘প্রতিটি ইনিংসে নিজের ওপর চাপ নিই আমি। রান করা এবং ধারাবাহিক হওয়ার জন্য আমরা টাকা পাই। আমি সেটিই করার চেষ্টা করছি। উইকেটে খানিকটা বাউন্স আছে। ঢাকার উইকেট অনেকটা চট্টগ্রামের মতো। তাই গেম প্ল্যানও একই। যত বেশি সম্ভব সামনের পায়ে খেলার চেষ্টা করেছি।’
৫ উইকেট খোয়ানোর বিষয়ে বোনার বলেন, ‘আমাদের কিছু উইকেট গেছে। এটিই আসলে খেলার ধরন। আমি ও জশুয়া উইকেটে আছি। বাকিরাও আসবে। আমি মনে করি, এখন যত বেশি সময় সম্ভব খেলা গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ৩৫০ রানের বেশি যে কোনো কিছুই দারুণ সংগ্রহ হবে।’
নিজের ইনিংসকে বড় করার পাশাপাশি দলীয় সংগ্রহ বাড়িয়ে নিতে প্রত্যয়ী বোনার।
বললেন, ‘যতদূর সম্ভব আমাদের কাজ হচ্ছে ইনিংস টেনে লম্বা করা। ৩৫০ পর্যন্ত নিয়ে যেতে পারলে ভালো হয়। আমার মনে হয়, এ উইকেটে বাউন্স একটু বেশি। এ ছাড়া বাকি সব (চট্টগ্রামের) একই। তাই এখনও পরিকল্পনাটা একই। যত বেশি সম্ভব সামনের পায়ে খেলা এবং বল দূরে দূরে রাখা।’