ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকাল শুরুর প্রাক্কালে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর ফুলের দোকানগুলো। শনিবার (৩০ মাঘ) শীতকালের শেষ দিন। আগামীকালের পূর্ব দিগন্তে ওঠা সূর্য বসন্তকালকে স্বাগত জানাবে। গত বছরের মতো এ বছরও একই দিন বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসব পালিত হবে।
শনিবার কাকডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে নগরীর ফুলের দোকানগুলো। গোলাপ, রজনীগন্ধা, লিলি, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রঙ্গন, জারবেরা, কাঠমালতি, অর্কিড, পলাশ ও শাপলাসহ অসংখ্য ফুলের পসরা সাজিয়ে বসেন ফুল ব্যবসায়ীরা।
শনিবার বেলা ১২ টার দিকে নগরীর সাহেব বাজার ফুলের দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ফুলের জমজমাট বেচাকেনা চলছে। অন্যান্য দিনের মতো ক্রেতা ও বিক্রেতাকে দরকষাকষি করতে দেখা যাায়নি। অল্প কথাবার্তায়ই দরদাম ঠিক হচ্ছে।
ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসব উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা।
ফুল কিনতে আসা এক নারী ক্রেতা জানান, আগামীকাল ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসবে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরির জন্য আজ ফুল কিনতে এসেছি।