ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৮/০২/২০২১ তারিখ হতে ০৭/০৪/২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট এবং রাজশাহী হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (Rajshahi HABHIT) রাজশাহী পরীক্ষা কেন্দ্রসমুহে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর অধীনে ২০২০ সনের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ট ও ৮ম পর্ব নিয়মিত এবং ২য়, ৪র্থ, ৬ষ্ট ও ৮ম অনিয়মিত পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮/০২/২০২১ তারিখ হতে ০৭/০৪/২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় রাজশাহী মহানগর পুলিশ।