ধূমকেতু নিউজ ডেস্ক : মুলতান সুলতান্সের বিপক্ষে ১৯৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত জয় পেয়েছে করাচি কিংস। দলের জয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক বাবর আজম।
এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে করাচি কিংস। অন্যদিকে চার খেলায় তিন ম্যাচে হেরে ২ পয়েন্ট নিয়ে পাঁচে মুলতান সুলতান।
শনিবার করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের নবম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান (৪৩), জেমস ভিন্স (৪৫), শোয়েব মাকসুদ (৩৪*) ও ক্রিস লিনের (৩২) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে মুলতান সুলতান।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪.৫ ওভারে ৫৬ রানের জুটি গড়েন করাচির দুই ওপেনার বাবর আজম ও শারজিল খান। ১৪ বলে ২৭ রান করে ফেরেন শারজিল খান।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জস ক্লার্ককে সঙ্গে নিয়ে ফের ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ২৬ বলে তিন চার ও চার ছক্কায় ৫৪ রান করে ফেরেন জস ক্লার্ক।
এরপর মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে অনবদ্য ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভারের ৭ বল আগেই জয় নিশ্চত করে করাচি কিংস। দলের জয়ে ৬০ বলে ১৩ চার ও এক ছক্কায় অপরাজিত ৯০ রান করেন বাবর। ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন নবি।